Top

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

০১ আগস্ট, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
এম শরীফ ভূঞা, ফেনী :

ফেনী অংশে ২৭ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ মহাসড়কে দীর্ঘদিন ধরে হাইওয়ে পুলিশ পরিবহণ থেকে গণচাঁদাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা মুহুরীগঞ্জ হাইওয়ে থানার পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

তারা হলেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই বিজয়, কনস্টেবল আসলাম কাজী, সাজ্জাদুল বারী, কিশোর ও আহসান হাবিব। তারা হাইওয়ে পুলিশের কুমিল্লা সার্কেল অফিসে যোগদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন জায়গায় হাইওয়ে পুলিশ তল্লাশির নামে গাড়ি থাকিয়ে চালাকদের কাছ থেকে টাকা নেয়। টাকা না দিলে মামলা দেওয়ার হুমকি দেয়। তাদের চাঁদা আদায়ে অন্যতম হাতিয়ার হচ্ছে সিএনজি অটোরিকশা। তাদের টোকেনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী নোয়াখালী এবং লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশা চলত।

মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে তেমন কিছু জানা নেই। ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে তাদের রিলিজ দেওয়া হয়েছে।

শেয়ার