Top

সিরাজগঞ্জে আ’লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

০১ আগস্ট, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আ’লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

বিএনপির দায়ের করা হয়রানীমূলক মামলায় কারাবন্দী শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা রাজিব শেখের মুক্তির দাবিতে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আ’লীগ নেতা আব্দুর রহিম, আরজু মন্ডল, আলাল, ছাত্রলীগ নেতা রতন শেখ প্রমুখ।বক্তারা বলেন, মিল্কভিটার রাজশাহী অঞ্চলের পরিচালক ও বিএনপি নেতা বাবুল হোসেন বাবলুর দায়ের করা একটি মিথ্যা ও হয়রানীমুলক মামলায় আ’লীগের ওই নেতা বর্তমানে কারাবন্দী রয়েছেন।

অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। তিনি ২০০১ সালের পরে বিএনপি সরকারের তান্ডবে প্রায় লন্ডভন্ড শাহজাদপুরের আওয়ামী রাজনীতি তখন দলের এই দুঃসময়ে ২০০৩ সালে শাহজাদপুর পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হন।

পরবর্তীতে ২০০৪ সালে ভোটের মাধ্যমে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন এ জনপ্রিয় নেতা। ১/১১ এর সময় দেশে যখন আওয়ামীলীগ-বিএনপি তুমুল সংঘর্ষ তখনও ওই উপজেলায় সাহসী কয়েকজন নেতা-কর্মীর মধ্যে রাজিব শেখ সম্মুখ কাতারে থেকে নেতৃত্ব দেন।

২০১৫ সালে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তার অবদান ছিলো অনেক। ২০১৯ সালে স্বল্প সময়ের জন্য শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হন তিনি। ২০২০ সালে করোনা যুদ্ধে নিজস্ব অর্থায়নে শাহজাদপুর পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ব্যাপক পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি কারাগারে যাওয়ার পরে সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামীলীগের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েছে। শুরু হয়েছে বিভিন্ন গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।

 

শেয়ার