Top

পাবনায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় লক্ষাধিক টাকা জরিমানা

০১ আগস্ট, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
পাবনায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় লক্ষাধিক টাকা জরিমানা
পাবনা প্রতিনিধি :

পাবনার বেড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনে দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এক মাসের কারাদণ্ড লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বেড়া উপজেলাধীন পাইকখন্দ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার বেড়া এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না এর নেতৃত্বে, বেড়া থানা পুলিশের সহযোগিতার এ অভিযান পরিচালিত হয়।

এতে ৩টি মামলায় ১। ফরাজ,২। বাবুল ৩।আলীম ৪। মেজর ও ৫। রাসেল সহ ৫ জনকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে প্রত্যেককে ০১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা করে মোট (১৫০০০০ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। এবং জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড উভয় দন্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (রিজু) বলেন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার