Top
সর্বশেষ

অনুমতি হীন নানা দোকানের হাট বসেছে জাবিতে

০১ আগস্ট, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
অনুমতি হীন নানা দোকানের হাট বসেছে জাবিতে
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে শুধুমাত্র খাবার দোকান দেওয়ার শর্তে অস্থায়ী দোকান বসানোর অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।তবে প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যান্য দোকান খুলে ব্যবসা করছেন  অস্থায়ী ব্যবসায়ীরা।

বিশ্ববিদ্যালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, অগ্রণী ব্যাংকে টাকা জমা দেয়ার সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা থেকে অনুমতি নিয়ে শুধু অস্থায়ী খাবারের দোকান বসানো যাবে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, খাবারের দোকান ছাড়াও  কাপড়, বিছানার চাদর, জুতা, মনিহারী পণ্য সহ বিভিন্ন রকমের অবৈধ দোকানপাট গড়ে উঠেছে।

অবৈধভাবে গড়ে উঠা দোকানের কারনে সৃষ্ট হচ্ছে বিশৃঙ্খলা এবং যানজট। যার কারনে পরীক্ষা দিতে আসা ভর্তি পরীক্ষার্থীদের পরতে হচ্ছে বিড়ম্বনায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো দোকানপাট গুলো হবে রাস্তা থেকে ২০ ফুট দূরত্ব বজায় রেখে। কিন্তু দেখা গেলো মনিহারী পণ্যের ১০ থেকে ১২ টা দোকান গড়ে উঠেছে  রাস্তা দখল করেই। যার কারনে বিশ্ববিদ্যালয়ের  ডেইরি গেট থেকে আসা রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজটের।

মনিহারী দোকানের এক ক্রেতার সাথে কথা বলেছিলো বাণিজ্য প্রতিদিন, তিনি বলেন, ভর্তি পরীক্ষা দিয়ে বের হলাম,     যেহেতু চলেই যাবো যাওয়ার আগে একটু কেনাকাটা করার জন্য দাঁড়িয়েছি। মনিহারী পণ্যতো একটু সময় নিয়ে কিনতে হয়।

এই ক্রেতা আধাঘন্টার মতোই দাঁড়িয়ে ছিলেন রাস্তা দখন করে গড়ে উঠা মনিহারী পণ্যের দোকানে, এভাবে ঝাঁকে ঝাঁকে অনেকেই এসে ভীড় করছেন। ফলাফল হাতেনাতেই প্রচন্ড ভীড় আর যানজটের কারনে ভর্তি পরীক্ষার্থীদের ভীড় ঠেলে পার হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের রাস্তাটি।

খাবারের দোকান ছাড়া অন্য দোকানের অনুমতি যেখানে নেই সেখানে দেখা যাচ্ছে ৩০ থেকে ৩৫ টি অবৈধ দোকান বসেছে। কারা অনুমতি দিলো। কিংবা প্রশাসনই বসতে দেয় কিভাবে। এ-সব খুঁজতে গেলে উঠে আসে  নানা দুঁয়াশা। কেউ কেউ বলছেন প্রশাসনের অনুমতি নিয়েই কাপড়ের দোকান দিয়েছি। আবার এইসব অবৈধ দোকানের জন্য লেনদেনও করেছেন বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাপড় ব্যবসায়ী বলেন, টাকা দিয়েই স্টল ভাড়া করেছি। টাকাটা প্রশাসনের লোকজনকে দিয়েছি। প্রশাসন কর্তৃক অনুমতি নিয়েই ব্যবসা করছি। টাকা না দিলে কি এখানে ব্যবসা করতে পারতাম।

এ বিষয়ে সব জানলেও নির্বিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী দোকানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এস্টেট অফিসের সহকারী রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল বলেন, ‘  ‘ আমরা দুইদিনই তদারকি করেছি, অবৈধভাবে যারা বসেছে ওদেরকে সতর্ক করে তুলে দেওয়া হয়েছে। কিন্তু তারপর-ও অনেকে আবার এসে বসে যাচ্ছে, বেশিরভাগ-ই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এজন্য আমরা কোন ধরনের ব্যবস্থা নিতে পারছি না, এটা প্রক্টরিয়াল বডির কাজ।

তিনি আরো বলেন, খাবারের দোকান ছাড়া আর কোন দোকানকে অনুমতি দেওয়া হয়নি। যারা বলেছে অনুমতি নিয়ে দোকান বসিয়েছে কিংবা লেনদেনের কথা   এরা মিথ্যা কথা বলেছে।

এই বিষয়ে জানার জন্য  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও উনাকে পাওয়া যায়নি।

শেয়ার