Top

গরমে তৃষ্ণা মেটায় আখের রস

০২ আগস্ট, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
গরমে তৃষ্ণা মেটায় আখের রস
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ শহরের আনাচে-কানাচে গড়ে উঠেছে ভাসমান আখের রসের দোকান। প্রখর রোদ ও গরমে জনজীবন অতিষ্ঠ হওয়ায় পিপাসার্ত হয়ে মানুষ আখের রসেই যেন আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন।

পথচারী ছাড়াও ভ্যান ও অটোচালকরাও পান করে থাকেন এই শরবত।

বাজারের ভাসমান আখের রস বিক্রেতা দেলোয়ার হোসেন। বিভিন্ন জায়গা থেকে আখ কিনে নিয়ে আসেন। সেগুলো কয়েক টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে মেশিনে দিয়ে রস বের করেন। প্রতি গ্লাস আখের রস বিক্রি হয় ২০ টাকায়।

ভাসমান আরো দুই রস বিক্রেতা রাজু মিয়া ও মেহের উদ্দীন জানান, সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত ২৮০ থেকে ৩৫০ গ্লাস আখের রস বিক্রি করা যায়। এখন বেশি গরম থাকায় ক্রেতার সংখ্যাও বাড়ছে।

গৃহিণীর জন্য আখের রস নিতে আসা মাহাবুব জানান, তিনি আখের রস খুবই পছন্দ করেন। তাই বোতলে করে দুই গ্লাস আখের রস নিয়ে যাচ্ছেন।

অটোচালক সুজন জানান, সারা দিন গাড়িতেই থাকি। প্রচণ্ড এই গরমে আমি পিপাসার্ত। একটু বিরতি নিয়ে আখের রস খাচ্ছি। এটা অনেক মজার। অল্পতেই পিপাসা মেটে যায়।

 

শেয়ার