দেশে বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং শতাধিক আহত এর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
২ আগষ্ট মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পুলিশের বাধাঁর মুখে পড়ে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী, যুগ্ম আহবাক আব্দুল কুদ্দুস, মাহমুদ হোসেন তানহা, আশফাক শফিক, আব্দুল কাইয়ুম সুমন, সদস্য মামুনুর রশিদ, মনির খান, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, কাউসার হোসেন, আব্দুল্লাহ আল জুম্মান, সাকিব হোসেনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫‘শতাধিক ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।