Top

নোয়াখালীতে বৃক্ষ মেলায় ২৫ লাখ টাকার গাছ বিক্রি

০৩ আগস্ট, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
নোয়াখালীতে বৃক্ষ মেলায় ২৫ লাখ টাকার গাছ বিক্রি
নোয়াখালী প্রতিনিধি :

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ স্লোগানে গত ১৮ জুলাই সোমবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ইদগাহ্ ময়দানে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

১৫দিন ব্যাপী চলা এ মেলায় বিভিন্ন প্রজাতের প্রায় ১৮হাজার ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য দাড়িঁয়েছে প্রায় ২৫ লাখ টাকা। ১৫দিন ব্যাপী চলা এ মেলা বৃক্ষরোপন অভিযান, সমাপনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরন ও সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাছে লভ্যাংমের চেক বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বুধবার সকালে মেলার সমাপনী উপলক্ষে জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালী।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৫দিনের মেলায় ২২টি স্টল ছিলো। ২২টি স্টলে দেশী বিদেশি ফলদ, বনজ ও ভেষজ চারা ক্রেতাদের বেশ আকর্ষণ করে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট ছিল মেলা প্রাঙ্গন। যার ফলসূরূপ সবগুলো স্টলে প্রায় ১৮হাজার চারা বিক্রি হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলায় অংশ নেওয়া ৩টি নার্সারীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে। যার মধ্যে গুরু দয়াল নার্সারি প্রথম, সালমা নার্সারি দ্বিতীয় এবং ফারুক নার্সারি (দত্তের হাট) তৃতীয় পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে নোয়াখালী রেঞ্জের ও কবিরহাট এসএফপিসির ৭১ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। নোয়াখালী রেঞ্জের ২০ জন উপকারভোগী প্রত্যেকে ৩৩হাজার ২৩৭ টাকা ও ৩৫ জন উপকারভোগী ১৮হাজার ৪৬৬টাকা করে এবং কবিরহাট এসএফপিসির ১৬জন উপকারভোগী ১১হাজার ১২ টাকার চেক বিতরণ করা হয়।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।

রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড অপস) মো. মোর্তাহীন বিল্লাহ্। বক্তব্য রাখেন, নোয়াখালীর সহকারি বন সংরক্ষক (এসিএফ) কাজী তারিকুর রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, নার্সারী মালিক গিয়াস উদ্দিন এবং বিভিন্ন রেঞ্জ থেকে আগত রেঞ্জ অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রমুখ।

 

শেয়ার