Top

প্রতিপক্ষের শত্রুতায় মরিচ ক্ষেতে বিষ

০৪ আগস্ট, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
প্রতিপক্ষের শত্রুতায় মরিচ ক্ষেতে বিষ
মাগুরা প্রতিনিধি :

মাগুরা পৌর এলাকার কান্দা বাসকোঠা গ্রামের বর্গা চাষি লিটন শেখের এক বিঘা জমির ধরন্ত মরিচের ক্ষেতে বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষর দূর্বৃত্তরা।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, গতরাতে কে বা কারা কান্দা বাসকোঠা গ্রামে একটি মরিচ ক্ষেত বিষ প্রয়োগ করে গাছ নষ্ট করে দিয়েছে মর্মে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বর্গা চাষি লিটন শেখ অভিযোগ করেন, মরিচ ক্ষেতের ক্ষতি ঠেকাতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের রফিকুল, গোলাম ও বাবর আলী মরিচ গাছে বিষের স্প্রে দিয়ে তার ক্ষেত নষ্ট করেছে। এখন ধরন্ত মরিচ গাছ গুলো শুকিয়ে মারা যাচ্ছে। প্রায় ৪ লাখ টাকা ব্যায়ে সে মরিচ ক্ষেত তৈরি করে ছিল। সে দূর্বৃত্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেন।

শেয়ার