Top

সাপাহারে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন

০৪ আগস্ট, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
সাপাহারে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহার উপজেলায় ৩টি বজ্রপাত নিরোধক দন্ড,বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে উপজেলার জবই ব্রিজের পূর্ব পার্শে, করমুডাঙ্গা বলদীয়া ঘাট ব্রিজের কামাশপুর গ্রামের পশ্চিম পার্শে ও মাশনাতলা ব্রিজের পূর্ব পার্শে সহ মোট ৩টি বজ্র নিরোধক দন্ড,বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে, এটি কেন্দ্র থেকে ৩০০ ফিট ব্যাসার্ধের মধ্যে বজ্রপাতকে প্রতিহত করবে বলে জানান- উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্র্তা মোসা: খাদিজা আক্তার।

শেয়ার