Top
সর্বশেষ

সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত নিম্নাঞ্চল প্লাবিত

০৪ আগস্ট, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত নিম্নাঞ্চল প্লাবিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

পাহাড়ি ঢলের পানিতে ও দফায় দফায় প্রবল বষর্ণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় শহরের হার্ডপয়েন্ট এলাকায় ৩৭ সেঃ মিটার ও কাজিপুর পয়েন্টে ৩৯ সেঃ মিটার পানি বাড়ছে। এতে যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের জুন মাসের প্রথম থেকে যমুনায় পানি বৃদ্ধি পায় এবং একই মাসের তৃতীয় সপ্তাহের প্রথম থেকে পানি কমতে শুরু করে। পরবর্তীতে যমুনায় আরো ৩ দফা পানি বৃদ্ধির পর কমে যায়। কয়েক দিন ধরে আবারো দফায় দফায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী উল্লেখিত ৫টি উপজেলার যমুনার অভ্যান্তরে নি¤œাঞ্চল পাবিত হচ্ছে এবং অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন বন্যার তেমন আশংকা নেই বলে তিনি
উলেখ করেন তিনি।

শেয়ার