ফরিদপুরের চরভদ্রাসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেইন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত কাল ৫ই আগস্ট শুক্রবার বেলা সারে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেইন শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা ও মুক্তিযোদ্ধা কমান্ড।প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.কাউছার,ভাইস চেয়ারম্যান মো.মোতালেব হোসেন মোল্লা,ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.খাইরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ও মুক্তিযোদ্ধাগন।সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেইন শেখ কামাল এর আত্ম্যজিবনীর উপর বিষদ আলোচনা করা হয়।