চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল ইকোপার্কে ১১টি অজগর সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। রোববার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া অজগর সাপের বাচ্চা গুলো অবমুক্ত করা হয়।
সাপগুলো অবমুক্ত করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাৎ হোসেন, অসীম কান্তি দাশ, সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা (পর্যটক) মো. আলাউদ্দীন।
সীতাকুণ্ড ইকোপার্কে এ পর্যন্ত ৬৪ টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। জানা যায়, গত জুন মাসের শেষের দিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় তৃতীয়বারের মতো হাতে তৈরি ইনকিউবেটরে জন্ম নেয় অজগরের বাচ্চা। ৬৫দিন পর ডিম থেকে ফুটে বের হয় ১১টি অজগরের বাচ্চা।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাত হোসেন বলেন, ২০১৯ সালে প্রথমবার ২৫টি ডিম থেকে বাচ্চা ফুটানো হয়। এরপর ২০২১ সালে ফুটানো হয় ২৮টি। এবার ১১টি বাচ্চা ফুটানো হলো।