Top
সর্বশেষ

জনগণের অসন্তোষ-বিক্ষোভের কারনে সরকারকে বিদায় নিতে হবেঃ এমপি হারুন

০৭ আগস্ট, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
জনগণের অসন্তোষ-বিক্ষোভের কারনে সরকারকে বিদায় নিতে হবেঃ এমপি হারুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বিএনপির যুগ্ন মহাসচিব হারুনুর রশীদ বলেছেন, চলতি বছরে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে আড়াই লাখ কোটি টাকায় ঋণনির্ভর। বাজেটের ঘাটতি মেটাতে এই ঋণের কারনে সরকার আইএমএফ-এর ঋণের দিকে তাকিয়ে আছে। আইএমএফ-এর ঋণ গ্রহণে শর্ত পূরণ করতে গিয়ে সরকার সার, তেল, বিদুতের দাম বাড়িয়েছে। আর এতেই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। শ্রীলঙ্কার চাইতেও অধিক গতিতে বাংলাদেশে সরকারের প্রতি জনরোষ তৈরি হয়েছে। জনগনের অসন্তোষ ও বিক্ষোভের কারনেই আওয়ামীলীগ সরকারকে বিদায় নিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল বৃদ্ধি, ঘনঘন লোডশেডিং এবং ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রবিবার (০৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী কৃষকদল ও জেলা বিএনপির ব্যান্যারে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি হারুন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, জ্বালানি তেলের হঠাৎ করে যে দাম বাড়ানো হয়েছে, তা অস্বাভাবিক ও অবান্তর। স্বাধীন বাংলাদেশে ৪০-৫০ শতাংশ দাম বৃদ্ধির ঘটনা এর আগে কখনও ঘটেনি। জনগনের সরকার হলে, জনগণের প্রতি দরদ-মায়া থাকলে এমন সীধান্ত নিতো না আওয়ামীলীগ সরকার। তেলের দাম বৃদ্ধির কারনে নিত্য প্রয়োজনীয় সকল পন্যদ্রব্যের দাম বেড়ে যাবে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে ৮০০ টাকার ইউরিয়া সার দাম বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় সারের দাম ছিল বস্তা প্রতি ৩০০ টাকা। অথচ এখন কিনতে হচ্ছে ১১০০ টাকা করে। বর্তমানে কৃষকদেরকে সার, ডিজেল, বিদুৎ কিনতে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে। তারা কোথায় যাবে, কিভাবে ফসল চাষাবাদ করবে? দেশ এখনও কৃষির উপর নির্ভরশীল। অথচ সরকারের এসবের প্রতি কোন নজর নেই।

এমপি হারুন বলেন, সরকার সমুদ্র বিজয়ের কথা বলছে। অথচ সমুদ্রে তেল-গ্যাস উত্তোলন করতে কোন ভূমিকা নেয়নি। গণমাধ্যমে এসেছে, গত ১১ বছরে দেশের কয়লা ও গ্যাস উত্তোলনে কোন গুরুত্ব দেয়নি সরকার। সম্পূর্ণ আমদানি নির্ভর করে দেশের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে।

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। জনগণের প্রতি গুলি চালাবেন না। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এদের হত্যাকারী চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে সরকারকে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর বারেক আলী, নবাবগঞ্জ সরকারী কলেজের ছাত্রনেতা ওমর ফারুক রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার