উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়ায় সদ্য জন্ম নেওয়া বিতর্ক প্রতিষ্ঠান ‘গৃদকলিন্দিয়া ডিবেটিং সোসাইটি’ চমৎকার এবং সফল অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। জুলাই মাসের শেষের দিকে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। আত্মপ্রকাশের কয়েক দিনের মাথায় দু’টি প্রতিষ্ঠানকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
গত শনিবার সকালে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীল আলমের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খাঁন।
পুরস্কার পূর্ব আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব ছিলেন শামছুল ইসলাম রনি।
এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক বেলায়েত হোসেন খাঁন, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, বাংলাদেশ মানোবাধিকার সোসাইটির ফরিদগঞ্জ গর্ভনর ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি কাওসার আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফরহাদ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল দু’টি হলো ‘গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়’ ও ‘গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়’। প্রতিযোগিতার বিজয়ী দল গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের মো. শ্রাবন। বিতর্কের বিষয় ছিলো- শিশুর মেধা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকাই অধিক। পক্ষ দল : গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, বিপক্ষ দল গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পক্ষ দলের ১ম বক্তা মো. জুবায়ের হোসেন, ২য় বক্তা আলী আহসান জুবায়ের, দল প্রধান মো. শ্রাবণ। বিপক্ষ দলের ১ম বক্তা রাইয়ানা বিনতে ফাতেমা, ২য় বক্তা জান্নাতুল ফারিহা, দল প্রধান সাবিকুন্নার।
বিচারকের দায়িত্বে ছিলেন : শামীম হাসান নিশান, আব্দুল্লাহ আল নোমান, জায়েদুর রহমান নিরব। মডারেটর ছিলেন তানজিদুল ইসলাম শিশির। পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন কুমার শীল।