Top
সর্বশেষ

ডিজেল-সারের দাম বৃদ্ধিতে মাথায় হাত চিলমারীর কৃষকদের

০৮ আগস্ট, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
ডিজেল-সারের দাম বৃদ্ধিতে মাথায় হাত চিলমারীর কৃষকদের
এস এম রাফি চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি করার পর আবার এদিকে ডিজেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। মুল্য বৃদ্ধির ফলে উৎপাদন খরচ ও পরিবহন খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। সার ও ডিজেলের দাম না কমলে ধান চাষবাদ করতে হিমশিম খেতে হবে বলেও কৃষকরা বলছেন।

উপজেলার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, সারের দাম কেজিতে ৬ টাকা বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে ৫৫০ টাকা। অন্য দিকে তেলের দাম বাড়ায় সেচ খরচ প্রতি বিঘায় ৩শ থেকে ৪শ টাকা বাড়বে। সেই সাথে ইতিমধ্যে জমি চাষে বিঘা প্রতি খরচ বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর চরাঞ্চলসহ গোটা উপজেলায় প্রায় ২০ভাগ জমিতে আমন ধান চাষ হয়েছে। তবে ডিজেল সহ সারের দাম বাড়ায় উৎপাদন ও পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষিজীবিরা। সম্প্রতি সময়ে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ডিএপি সার, এমওপি সার ১০ কেজি ও ৫ কেজি করে ধান বীজ বিনামুল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়ে বলে জানিয়েছ দপ্তরটি।

এক একর জমিতে এবার আমন আবাদ করেছেন থানাহাট ইউনিয়নের কৃষক আঃ কুদ্দুস। এরআগে তার এক একরে জমি চাষ ও সেচে খরচ পড়তো প্রায় সাড়ে ৪ হাজার টাকার মতো। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় তার খরচ বাড়বে প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা।

চিলমারী ইউনিয়নের কৃষক সুমার আলী বলেন, সার ও তেলের দাম বাড়ায় এখন চাষাবাদ ছেড়ে দিতে হবে। কারণ ফলন উৎপাদন ব্যয় বাড়ছে অন্যদিকে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক যদি ধান চাষ না করে, তাহলে দেশের অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে।

প্রান্তিক কৃষকরা জানান, এবার বৃষ্টি কম হওয়ায় সেচের ওপর নির্ভর করতে হচ্ছে আমন চাষ। এর মাঝে বেড়েছে সারের দাম। এবার অকল্পনীয় দাম বাড়ল ডিজেলের। এ অবস্থায় ধান উৎপাদনের খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

থানাহাট ইউনিয়নের ডেমনারপাড় এলাকার কৃষক জব্বার আলী বলে, হঠাৎ এই দাম বাড়ার ফলে এখন জমি আবাদ করতে হিমশিম খেতে হচ্ছে। সরকার যদি আবার দাম কমায় তাহলে হয়তো আমরা স্বাভাবিক ভাবে চাষাবাদ করতে পারবো।

শেয়ার