Top

নওগাঁয় বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে

০৮ আগস্ট, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
নওগাঁয় বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আওয়ামীলীগ ও জেলা প্রশাসন পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করে।

সোমবার সকাল ৮ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মো: আব্দুল মালেক জাতীয় পতাকা ও সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন। কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ মহফিল ও আলোচনাসভার আয়োজন রয়েছে।

এদিকে জেলা প্রশাসন বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মো: মেহেদী হাসান এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন। সিভিলসার্জন ডাক্তার আবু হেনা মো: রাইহানুজ্জামন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এ সময় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রাজৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠান বিটিভি’র মাধ্যমে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

শেয়ার