Top

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন ও নগদ টাক পেলেন ১৪১ দুস্থ নারী

০৮ আগস্ট, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন ও নগদ টাক পেলেন ১৪১ দুস্থ নারী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

বঙ্গমাতা শেখ ফুজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবাষির্কীতে পেশাগত কর্মক্ষেত্রে আরও স্বনির্ভরতা অর্জনের পক্ষে ফরিদপুরের সালথায় ১৪১ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩৯ জন দুস্থ নারীকে একটি করে সেলাই মেশিন, ১০০ জনকে ১২ হাজার করে নগদ টাকা, স্বেচ্ছোসেবী মহিলা সমিতির এক নারীকে ৩০ হাজার ও আরেক নারীকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গমাতার অনপ্রোরণামূলক জীবন নিয়ে আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব সেলাই মেশিন ও টাকা বিতরণ করেন স্থানীয় সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রানৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য শফিউদ্দীন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সালথা থানার এসআই আওলাদ হোসেন, জেলা যবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। এরআগে বঙ্গমাতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসন।

শেয়ার