Top

ময়মনসিংহে সাড়ে ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেন ‘বিজিবি’

০৮ আগস্ট, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
ময়মনসিংহে সাড়ে ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেন ‘বিজিবি’
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ এবং শেরপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমান জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য সাড়ে ৮৩ লাখ টাকার উপরে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। সোমবার ( ৮ আগষ্ট) দুপুরে ময়মনসিংহের বিজিবি ক্যাম্পের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

উদ্ধারকৃত মাকদ্রব্যের মধ্যে বিদেশী মদ ময়মনসিংহের ২ হাজার ৮শ ৫১ বোতল এবং শেরপুরের ১ হাজার ৭শ ৫৪ বোতল, ভারতীয় ফেন্সিডিল ময়মনসিংহে ১ হাজার ১ বোতল, শেরপুরে ২শ ২১ বোতল, ইয়াবা ময়মনসিংহে ১১শ ৬ পিস, শেরপুরে ২ হাজার ২৪ পিস, গাঁজা ময়মনসিংহে ৫ কেজি ৮শ গ্রাম, শেরপুরে ১১ কেজি।

এ উপলক্ষে অয়োজিত এক অনুষ্ঠানে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন।

এসময় বিজিবি ৩৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. তৌহিদ মাহমুদসহ পুলিশ প্রশাসন ও ময়মনসিংহ এবং শেরপুরের বিজিবি’র ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার