Top
সর্বশেষ

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

০৯ আগস্ট, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা আদিবাসীরা। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। এসময় আদিবাসী শব্দ ব্যবহার না করার সরকারি নির্দেশনা প্রত্যাহার করার দাবি করেন আদিবাসী নেতারা। 
মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও চাঁপাইনবাবগঞ্জ এ্যাডভোকেসি প্ল্যাটফরমের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শেষ হয়। পরে সেখানেই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শেষে আদিবাসীদের নিয়ে মাদল গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় আদিবাসী নেতারা ছয় দফা দাবি করেন। তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ছাড়াও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়। সংখ্যালঘু কমিশন গঠন, সমতলের আদিবাসীদের পক্ষ থেকে সংসদে প্রতিনিধি নিশ্চিত করা ও উত্তরবঙ্গের আদিবাসীদের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়ার দাবি করেন তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি কর্নেলিউস মুরমু, তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, আদিবাসী মহিলা নেত্রী কুটিলা রাজোয়াড়, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যান্যরা।
শেয়ার