Top

শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্তে সেতু মেরামত করলো বিজিবি

১১ আগস্ট, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্তে সেতু মেরামত করলো বিজিবি
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের মাইন্দারছড়া বিওপি সংলগ্ন এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্তে সেতু মেরামাত করে দিলো কাপ্তাই ৪১বিজিবি।

বৃহস্পতিবার (১১আগষ্ট) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন- কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ।

লে.কর্ণেল বলেন- বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের মাইন্দারছড়া বিওপি সংলগ্ন এলাকায় অবস্থিত পূর্ব মন্দিরাছড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করে। যে কারণে যেকোন সময় হতাহতের শিকার হতে পারে এসব কোমলমতি স্কুলের শিশুরা।

তিনি আরও বলেন- আমাদের উর্দ্ধতন মহলকে এ ব্যাপারে অবহিত করলে বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক ওই এলাকায় নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি সংস্কারে কাপ্তাই ৪১বিজিবি’র সদস্যরা এগিয়ে আসে। ব্রীজটি মেরামতের জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দুর্গম ঐ অঞ্চলে প্রেরণ করা হয়।

শেয়ার