Top
সর্বশেষ

গোলাপি রঙের পদ্মফুলে ছেয়ে গেছে শেরপুরের বৈশা বিল

১২ আগস্ট, ২০২২ ১:০৯ অপরাহ্ণ
গোলাপি রঙের পদ্মফুলে ছেয়ে গেছে শেরপুরের বৈশা বিল
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

গোলাপি রঙের পদ্মফুলে ছেয়ে গেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার বৈশাবিল।গত দুই বছর ধরে এ বিলে পদ্ম ফুটে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে।এ বিলকে দূর থেকে দেখলে মনে হবে বিলটি যেনো পদ্মবিল।বিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দুর-দুরন্ত থেকে ছুটে আসছে অসংখ্য মানুষ।

শেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে শ্রীবরদী উপজেলার বৈশাবিল। গত দুই বছর ধরে অল্প অল্প করে এ বিলে ফোটে পদ্ম। কিন্তু এবারই প্রথম পুরো বিল জুড়ে ফুটেছে গোলাপি রঙের অসংখ্য পদ্মফুল। দূর থেকে দেখলে মনে হবে যেন বিলটি পদ্মবিল।

স্থানীয়দের তথ্যানুসারে, পদ্মফুল সারা বছর থাকে না, শুধু বর্ষাকালেই দেখা যায় এ ফুল। কিন্তু বর্তমানে বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় খুব একটা দেখা মেলে না ফুলের। তবে এবারই প্রথম বিল জুড়ে তৈরি হয়েছে পদ্মের বাহার।

বিলের পানিতে ছোট শিশুদের পদ্ম ও শাপলা তুলতে দেখা যায়। এমন ফুলের সমারোহ তাদের আনন্দও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

শেরপুর কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, এই ফুলে ঔষধি গুণাগুণ আছে, তাই পানির উৎস ঠিক রেখে বিলগুলো সংরক্ষণ করা জরুরি।

একটা সময় শেরপুরের বিভিন্ন নদী-নালা, খাল-বিলে পদ্মফুল দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে সব বিল ও জলাশয় ভরাটের ফলে পদ্মফুল এখন খুব একটা দেখা যায় না। অনেকেই বলছে এটি এখন বিলুপ্তির পথে। তাই এসব খাল-বিল রক্ষা করার জোর দাবি প্রকৃতিপ্রেমীদের।

শেয়ার