নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার-পরিষ্কার বাজার সড়কে মালবাহী পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আলা উদ্দিন (২৩) নিহত হয়েছেন, ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী সাদ্দাম হোসেন (২২)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পলোয়ান বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলা উদ্দিন চরজুবলি ইউনিয়নের মধ্য ব্যাগা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল যোগে সাদ্দামসহ পরিষ্কার বাজারে দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী আলা উদ্দিন। পরে তাদের মোটরসাইকেলটি আটকপালিয়া বাজার-পরিষ্কার বাজার সড়কের পলোয়ান বাড়ির সামনে মোড়ে পেীঁছলে বিরপরীত দিক থেকে আসা একটি পিকআপরে সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ চাপায় ঘটনাস্থলে ব্যবসায়ী আলা উদ্দিন নিহত ও আরেক মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন আহত হন। আহত সাদ্দামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।