‘দুনিয়ার মজদুর এক হও’ এর স্লোগানে নীতিমালা প্রণয়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারি চালিত সকল যানবাহনের লাইসেন্স ও রুট পারমিট প্রদানসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন জেলা শাখার নেতৃবৃন্দ। একইসাথে আন্দোলনকারিরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করেন।
শনিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় জেলা শহর মাইজদী শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীতে অর্ধশতাধিক রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য আসমা আক্তার, নোয়াখালী জেলা সভাপতি বিটুল তালুকদার, সদস্য আনোয়ারুল হকসহ আরও অনেকে।
বক্তারা, বিভিন্ন সড়কে রিকশা আটকিয়ে পুলিশি হয়রানি বন্ধ, চাঁদাবাজি ও পুলিশ কর্তৃক অটোরিকশা চালকদের হয়রানি বন্ধ, ব্যাটারি চালিত সকল অটোরিকশাকে লাইসেন্স স্বরুপ নাম্বার প্লেট প্রদানের দাবি জানান। পরে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বাজার মূল্য স্থীতিশীল করার দাবিও জানান।