সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রাম থেকে শুক্রবার রাতে বিয়ে নিবন্ধনের সময় মোঃ আব্দুস সালাম (৪২) নামে এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সালাম একই উপজেলার ফাজিল নগর গ্রামের আসগর আলীর ছেলে ও বিনায়েকপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভুয়া কাজী আব্দুস সালাম বিয়ে নিবন্ধনের নকল বালাম বই তৈরি করে বাল্যবিয়েসহ নিকাহ নিবন্ধন করে আসছিল বেশ কিছুদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পশ্চিম মহেশপুর গ্রামে একটি বিয়ে রেজিস্ট্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে নকল নিকাহ রেজিস্ট্রার বইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।