পাবনার বেড়ায় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর নির্যাতন মামলা। মনিরুল ইসলাম মুন্না ( ৪৫) গ্রাম- বৃশালিখা পিতাঃ হাই মোল্লা তিনি পাবনার বেড়া উপজেলার জৎগনাথপুর হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মনিরুল ইসলাম মুন্নার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে নানা অজুহাতে নির্যাতন করে আসছেন। নির্যাতন সইতে না পেরে অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবনায় মামলা করেন তার স্ত্রী।
মামলা ও অভিযোগে জানা যায়, ২০২০ সালের হাই মোল্লার ছেলে মুন্নার সাথে চাকলার রাকসা গ্রামের মোক্তারের মেয়ে জান্নাতুন ফেরদৌসি ( ২২) বিয়ে হয় । বিয়ের পর তার নানা অপকর্মের কথা স্ত্রী জেনে যায় ও সব সহ্য করে চলছিল তাদের দাম্পত্য জীবন। কিছুদিন পরেই শুরু হয় ৫ লাখ টাকার যৌতুক চেয়ে শারিরীক ও মানসিক নির্যাতন। এই নিয়ে বারবার সালিশ ও বৈঠক হয়।
পুরোপুরি সমাধান না হতেই, এরপর আবার যৌতুকের চাপ সৃষ্টি করেন ওই শিক্ষক। ২০২২ সালের জুলাই মাসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন স্ত্রী। আবারও মিমাংসা হয় । কিন্তু চলতি মাসে আবার শুরু করেন শারীরিক ও মানসিক নির্যাতন। চলতি সপ্তাহে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসা করেন। কিন্তু ৯ আগষ্ট যৌতুকের জন্য স্ত্রী কে আবার মারধর ও প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন । স্থানীয়রা তাকে উদ্ধার করে খবর দিলে তার বাবা তাকে চিকিৎসার জন্য নিজ বাড়িতে নিয়ে যান । পরে আদালতে মামলা করেন। মামলার পর থেকে স্বামী মনিরুল ইসলাম মুন্না বিভিন্ন টালবাহানা করে সময় পার করে বলে জানা গেছে। নানা ভাবে আশ্বাস দিলেও কাজের বেলায় টাকা ছাড়া কথা নাই।
জান্নাতুন ফৌরদোসী জানান, কতোটা নির্যাতন হলে স্বামীর বিরুদ্ধে মামলা করে স্ত্রী। বিয়ের ২/৩ বছর ধরে যৌতুক লোভী স্বামীর নির্যাতন সয়ে আসছি। নিজে ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মুখ বুজে সয়ে এসেছি। কিন্তু এখন আর পারছি না। সর্বশেষ আমার ২ লক্ষ টাকা নিয়ে উল্টো আমার আত্বীয়র নামে চুরি অপবাদ দিয়ে নির্যাতন চালায়। তাই উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়েই আদালতে মামলা করেছি। এখন মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে সে। শুধু কি তাই সে এর পূর্বে বিবাহ করেছিল দক্ষিন পাড়া সে টা গোপন করেছিল তাকে নির্যাতন করে তাড়িয়ে দেয়। তার পরেও আমার স্বামী মুন্নার বিভিন্ন মেয়ের সাথে পরকিয়া রয়েছে।
এ বিষয়ে মুন্নার বাবা জানান, ছেলের স্ত্রীর বিরুদ্ধে আমারও অভিযোগ রয়েছে। নারী নির্যাতন দেখা গেলেও পুরুষ নির্যাতনতো দেখা যায় না। যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের যে অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে ঘটনা পুরোপুরি মিথ্যা-বানোয়াট। বরঞ্চ তাকে বিয়ে করার পর থেকে দিনের পর দিন পুরুষ নির্যাতনের শিকার হয়ে আসছে আমার সন্তান।
মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন বেড়া মডেল থানার পুলিশের এসআই। তিনি জানান, তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত কার্যক্রম চলছে। বেড়া প্রাথমিক শিক্ষা অফিসার ,মোঃ কফিল উদ্দিন সরকার বলেন, একজন শিক্ষক এ ধরনের অপরাধ করা মোটেই ঠিক না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।