Top

ময়মনসিংহে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ
ময়মনসিংহে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে বঙ্গবন্ধু ম্যুারালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, খাবার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুারালে প্রথমে পুস্পস্তবক অর্পন করেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রার্চায, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের মানুষ ম্যুারালে শ্রদ্ধা জানান।

শেয়ার