Top
সর্বশেষ

চিলমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
চিলমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগ, প্রেস ক্লাব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ( এমপি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার