Top

জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

১৫ আগস্ট, ২০২২ ২:১০ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম,বিপিএম-সেবা মহোদয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করছেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সকাল ০৭ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি, জাতীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ পূর্বক নিরবতা পালন, ১৫ ই আগস্ট ঘাতকের হাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সগন।

শেয়ার