Top

নওগাঁ হাসপাতালের নির্জন সিড়িতে পড়ে ছিলো ফুটফুটে নবজাতক

১৫ আগস্ট, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
নওগাঁ হাসপাতালের নির্জন সিড়িতে পড়ে ছিলো ফুটফুটে নবজাতক
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিড়িতে পড়ে ছিলো ৩/৪ দিন বয়সী ফুটফুটে এক কন্যা নবজাতক শিশু। নবজাতকের কান্নার আওয়াজ পেয়ে হাসপাতালের ওয়ার্ড বয় শিশুটিকে কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করান।

ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮দিকে। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাতে হাসপাতালের সিড়িতে মানুষের চেঁচামেচি শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওযার্ড বয় রাজু হোসেন। সেখানে দেখতে পান সিড়িতে পড়ে থাকা এক নবজাতক কান্না করছে। লোকজন তাঁকে ঘিরে রেখেছে। শিশুটিকে তুলে নিতে কেউ এগিয়ে আসছেন না। এমন অবস্থায় সিড়িতে পড়ে থাকা অজ্ঞাত শিশুকে কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে অজ্ঞাত শিশু হওয়ায় ওয়ার্ড বয়ের নামের মিশু ওয়ার্ডে ভর্তি করান রাজ হোসেন।

হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন অজ্ঞাত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। তাঁর অক্সিজেন স্বল্পতা ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধ পত্র লিখে দিয়ে যান।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ওই শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছেছ, সুস্থ আছে, সর্বক্ষণিক তাঁর দেখভাল করার জন্য লোক রাখা হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নওগাঁ সদর হাসপাতালে এক অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। শিশুটি কার এবং কারা তাকে নতুন ভবনের নির্জন স্থানের সিড়িতে ফেলে গেছে এই বিষয়ে কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে, হাসপাতালের সিসি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার