Top

রাঙামাটিতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

১৫ আগস্ট, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
রাঙামাটিতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টরের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন- সেক্টর কমান্ডার কর্ণেল মো. তরিকুল ইসলাম, পিবিজিএমএস, পিএসসি। এসসময় বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানানো হয়- জাতীয় শোক দিবসে ৬০জন গরীর ও দুস্থকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে চাল, ডাল, তেল, চিনি এবং আলু ছিলো।

সূত্রটি আরও জানায়- সকালে রাঙামাটি সেক্টরের অধীন ছোটহরিণা ব্যাটালিয়ন ১২বিজিবি, রাজনগর ব্যাটালিয়ন ৩৭বিজিবি, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১বিজিবি এবং বরকল ব্যাটালিয়ন ৪৫বিজিবি জেলার ১৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ৪টি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ২৪০জনকে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

 

শেয়ার