আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) উপজেলা কৃষি হল রুমে সভাপতি রুপন দত্তের সভাপতিত্বে সাধারন সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রতন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, অফিস সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, সমাজ সেবা ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে সকাল দশটায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মুমিন ও থানা অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান ।