Top

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
শেরপুর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট (সোমবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময়,জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক সাহেলা আক্তার , পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার এজেড এম মোর্শেদ ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা শ্রদ্ধা জানান।

পরে শহরে শোক র‍্যালী বের করা হয়। র‍্যালীশেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক।

প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার সায়্যিদ এজেড এম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু। আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণী ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

পরে কোরআনখানি, দোয়া ও অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

বিপি/এসএ

শেয়ার