২২ বছর যাবৎ খাজনা-খারিজ দেওয়া নিজেদের সম্পতি নিলাম হওয়ার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবির ভীমপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ২২টি পরিবারের নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের পাশে ভীমপুর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধনে ভুক্তভোগী হাবিবুর রহমান, আঃ রহিম বুলু ও ইসরাইল শেখ বলেন, ২০০১ সালে স্থানীয় জসিম উদ্দিনের নিকট থেকে আমরা জমিগুলো ক্রয় করেছি। সরকারি কোষাগারে খাজনা খারিজ দেওয়া ওই জমিতে বাড়িঘর তৈরী করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিল।
কয়েক মাস আগে আমাদের সম্পত্তি আদালতের মাধ্যমে নিলাম হয়েছে। নিলামের বিষয়ে আমাদেরকে কোন নোটিশ দেওয়া হয়নি এবং আমরা কেউ কিছু জানিনা। প্রতিকারের আশায় নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে আমরা সবাই মানববন্ধন করছি। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, আমার দেখামতে অনেকদিন ধরেই তারা ওই জমিতে বসবাস করে আসছেন।