Top
সর্বশেষ

তেলের ট্যাংকিতে লুকিয়ে ফেনসিডিল পাচার

১৮ আগস্ট, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ
তেলের ট্যাংকিতে লুকিয়ে ফেনসিডিল পাচার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় দুই নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ বুধবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট শিকারপুর গ্রামে তাদেরকে আটক করে। এসময় তেলের ট্যাংকির মধ্যে লুকানো ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্বার করে ডিবি পুলিশ৷

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিবুল ইসলাম জনি (২৮) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে আয়েশা খাতুন (২৬)। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আটককৃত নারী-পুরুষ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। সম্পর্কে তারা ফেনসিডিলের অবৈধ ব্যবসায়ের সহযোগী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সড়কে একটি মোটরসাইকেলযোগে দুইজন যাওয়ার পথে তাদেরকে আটক করে ডিবি পুলিশ। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকি তল্লাসি করে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্বার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার।

শেয়ার