Top

পরিচয় মিললো সুপারি বাগানে থেকে উদ্ধারকৃত লাশের

১৯ আগস্ট, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
পরিচয় মিললো সুপারি বাগানে থেকে উদ্ধারকৃত লাশের
রায়পুর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি :

অবশেষে পরিচয় মিললো সেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সুপারি বাগান থেকে উদ্ধারকৃত এক গৃহবধূর লাশের। নিহত গৃহবধূর নাম লাইলা নূর মজুমদার নিপু (২৪ ) এবং তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে তার পরিবার সূত্রে জানা যায়। তবে কি কারনে ওই গৃহবধূ হত্যার শিকার হয়েছে তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কুমিল্লার কাশিনগর বাজার ব্যাংক থেকে টাকা তুলারপর থেকে আর বাড়িতে ফেরেনি নিহত নিপু। তারপর থেকে অনক খুঁজাখুঁজির বৃহস্পতিবার তার লাশের সন্ধান পায় স্বজনরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের চরপ‌লোয়ান ১নং ওয়া‌র্ডের দেওয়ান বা‌ড়ির দ‌ক্ষি‌ণে ঢালীবা‌ড়ির গনি মিয়ার সুপা‌রি বাগা‌ন থে‌কে অর্ধগ‌লিত লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত নিপু কুমিল্লা চৌদ্দগ্রামের দুবাই প্রবাসী আরিফুর রহমান, (২৮) এর স্ত্রী, জানা যায়, নিহতের বাবা আবুল কাশেম (৬৭) একজন দলিল লেখক।

রায়পুর থানার (ওসি) শিপন বড়ুয়া বলেন, স্থানীয় বাসিন্দারা সুপারি বাগানে লাশ দেখে আমাদের খবর দেয়। আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা প্রকৃিয়াধীন।

শেয়ার