Top

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধসহ ৪ মাতব্বরের বিরুদ্ধে মামলা

১৯ আগস্ট, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধসহ ৪ মাতব্বরের বিরুদ্ধে মামলা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার চেংটিয়া গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে নছিম ফকির টেপা (৬০) নামে এক বৃদ্ধকে জুতার মালা পড়ানোসহ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে বুধবার (১৭ আগস্ট) রাতে অভিযুক্ত নছিম ও গ্রাম প্রধানসহ ৪ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৪ আগস্ট) সকালে ৬ বছরের একটি শিশু নছিম ফকিরের মুদি দোকানে পণ্য কিনতে গেলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় এক গৃহবধূ বৃদ্ধ নছিম ফকিরের এমন কান্ড দেখতে পাওয়ায় শিশুটিকে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনা জানাজানি হলে রোববার রাতেই সাবেক ইউপি সদস্য আছের আলীর নেতৃত্বে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। গ্রাম প্রধান আজিজুল হক মন্ডলের সভাপতিত্বে সালিশে আছের আলী, ফজলুল হক, আকসেদ আলী, আব্বাস আলী, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া পিনুসহ গ্রামের মাতব্বররা অংশ নেয়। সালিশে অভিযুক্ত নছিম ফকিরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গলায় জুতার মালা পরানোর রায় দেয়া হয়।

এ রায়ের পর তাকে জুতার মালা পরানো হয় এবং জরিমানার ২৫ হাজার টাকা আব্বাস আলীর কাছে জমা দেয়া হয়। তবে আব্বাস আলী বলছেন, তার বাড়ির সামনে সালিশের আয়োজন করায় সবার অনুরোধে বাধ্য হয়ে তাকে থাকতে হয়েছে। কিন্তু রায়ের টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নির্যাতিত শিশুর পিতার দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।

 

শেয়ার