চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী রিমা বেগম (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকালে ১৬নং দক্ষিন ইউনিয়নের চরমান্দারী গ্রামের আইনুদ্দিন বেপারী বাড়ির প্রবাসী শফিকের স্ত্রী রিমি বেগম (২৫) গলায় ফাঁস দেয়। পরে শশুর তসলিম বেপারী সহ প্রতিবেশীরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
আত্মহত্যা কারী রিমি বেগমের শশুর তসলিম মিয়া জানান, জুমার নামাজ আদায় করার পর দোকানে যান। পরে বাড়ি থেকে খবর আসে পূত্রবধু রিমি গলায় ফাঁস দেয়। তৎক্ষনাৎ আমরা তাকে ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসি। তবে কি কারনে আত্নহত্যা করেছে সেটা আমি বলতে পারি না।
কোন প্রকার কারণ ছাড়া এ আত্মহত্যা কেন করলো এ নিয়ে এলাকায় জোরালো প্রশ্ন উঠেছে। সকলের দাবী প্রকৃত ঘটনা ও রহস্য জানা প্রয়োজন। এ জন্য তারা পুলিশের যথাযথ তদন্তকার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।