চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বনগ্রাম মাদ্রাসা পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাছান (৮) মোহাম্মদ হোসাইন (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা স্থানীয় মোহাম্মদ শফির ছেলে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নস্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। একই দিন দুপুরে রাউজানে মারা যায় আহান চৌধুরী নামে এক শিশু।
স্থানীয় ব্যবসায়ী মোঃ আবু জাফর বলেন, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম আবুল খায়ের কলোনীর মোহাম্মদ সফির দুই পুত্র বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে। পরবর্তীতে এলাকাবাসী বাড়ির পাশে বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরের পানিতে সন্ধান চালিয়ে দুই ভাইয়ের লাশ রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়।
দুই সহোদরকে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, তারা বিকালে নিখোঁজ হলেও লাশ পাওয়া যায় রাতে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত দুর্ঘটনার বিষয়টি কেউ থানায় জানায়নি বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি।