আগামী ২০২৩ সালের জুন মাসের শেষ সপ্তাহে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন ষ্টেশন থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা পর্যন্ত রেললাইন চালু হবে। শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন ষ্টেশনের রেল লাইন স্থাপন কাজের উদ্বোধনের সময়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।
এসময়ে মন্ত্রী আরো বলেন, এর আগে ভাঙ্গা থেকে ফরিদপুর ও রাজবাড়ী হয়ে রাজশাহী পর্যন্ত রেললাইন চালু করেছি। এখন ভাঙ্গা থেকে কাজ অগ্রসর হয়ে পদ্মাসেতুর দিকে ২৮ কিঃমিঃ রেলপথ আগামী এক মাসের মধ্যে রেললাইন স্থাপনের কাজ সম্পুর্ন করা হবে। ভাঙ্গার বামনকান্দা জংশন ষ্টেশন থেকে চতুরমুখী রেল চলাচল করবে। তার মধ্যে ভাঙ্গা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা, ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী, ভাঙ্গা থেকে যশোর এবং বরিশাল পায়রাবন্দর পর্যন্ত রেল চলাচল করবে। এছাড়া বামনকান্দা জংশন ষ্টেশনে অত্র এলাকার প্রধান কার্য্যালয় নির্র্মিত হচ্ছে। এখানে আবাসিক হোটেল সহ যাত্রী বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কয়েকটি বহুতলা বিশিষ্ট ভবন নির্মান কাজ চলমান রয়েছে। এগুলো আগামী ২০২৪ সাল নাগাদ কাজ সম্পন্ন হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চীপ কোঅডিনেটর মেজর জেনারেল জাহিদ হোসেন সহ সেনাবাহীনির উর্দ্ধতন কর্মকর্তা, রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাগন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রাজেস্ব)তাছলিমা আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা(চলতি দায়িত্ব) ও সহকারি কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, ভাঙ্গা থানা অফিসার ইনর্চাজ জিয়ারুল ইসলাম, ট্রাফিক ইন্সেপেক্টর মীর আনোয়ার প্রমুখ।