খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন- জনসমর্থন ছাড়া রাজপথ দখল করা যায় না। রোববার (২১আগষ্ট) সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে ২০০৪সালের ২১আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় জামাত-বিএনপি কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন- বিএনপিকে জনগণ ত্যাগ করেছে। আওয়ামীলীগ যখন জনগনকে সঙ্গে নিয়ে একটি শান্তি এবং সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তখনি জামাত-বিএনপি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে জননেত্রী শেখ হাসিনার সমাবেশে হামলা চালিয়েছে। ওইদিন আওয়ামীলীগ নেত্রী আইবি রহমানসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এমপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
এমপি দীপংকর আরও বলেন- বিএনপি দেশেকে কিছুই দিতে পারিনি। বাংলা ভাইদের মতো জঙ্গী, সন্ত্রাসের জন্ম দিয়েছে এবং দেশে লুটতরাজ চালিয়েছে।
এর আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপা এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামীলীগ নেতা চিংকিউ রোয়াজাসহ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।