Top

চট্টগ্রামে টিসিবির পণ্য গুদামে রাখায় ব্যবসায়ী গ্রেপ্তার

২১ আগস্ট, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রামে টিসিবির পণ্য গুদামে রাখায় ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার একটি পরিত্যক্ত ঘরে অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করায় সুমন নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় থানার আতুরার ডিপু সংলগ্ন মিলস ভাড়া গুদাম থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২শ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

রোববার (২১ আগষ্ট) সকালে পরিচালিত এক অভিযানে টিসিবির পণ্যসহ সুমনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ সুমন (৩৪) বাড়ি হাটহাজারী থানার এনায়েতপুর এলাকায়। বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার বনানী এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে নুরুল আবছার জানান, কিছু অসাধু ব্যবসায়ী টিসিবির পণ্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় বায়েজিদ এলাকার একটি গোডাউনে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজ সুমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে- ওই এলাকার একটি গোডাউন থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২শ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন জানায়, সে পলাতক আসামি টিসিবির ডিলার মো. বাবুর মাধ্যমে দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য সংগ্রহ করতো। পরে সেসব পণ্য মজুত করে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রি করে আসছে।

নুরুল আবছার বলেন, টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রির কথা থাকলেও অসাধু ডিলার ও ব্যবসায়ীরা নিজেদের ভাড়া করা গোডাউনে অবৈধভাবে মজুত করে।

 

শেয়ার