Top

সাপাহারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

২১ আগস্ট, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
সাপাহারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নওগাঁর সাপাহারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জিরো পয়েন্ট মুক্তমঞ্চে আলোচনা সভায় বক্তারা ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগের নেত্রী আইভি রহমান সহ ২৪জন নেতা কর্র্মী হত্যার এবং খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবী করেন বক্তব্য প্রধান করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ আরো অনেকে। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার