Top

মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের শুরুতে অনিয়ম

২২ আগস্ট, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ
মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের শুরুতে অনিয়ম
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা বিশিষ্ট ভবন নির্মাণ অনিয়ম দিয়েই শুরু হয়। এক কোটি দুই লাখ টাকা বরাদ্ধে বিদ্যালয়টির কাজ এবছর জুলাই মাসে শুরু করেন স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান কাজ শুরু করার সাথে সাথে অন্যত্র থেকে ১২ ট্রাক খোয়া (কংকর) রাতের অন্ধকারে নিয়ে আসে।

একই সময় কাজের স্থানে মেশিন দিয়ে নতুন খোয়া ভেঙ্গে ডেকে দেয়। পরে এলাকার লোকজন টের পেয়ে তার প্রতিবাদ করে। বিদ্যালয় দায়িত্বশীল কয়েকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর ও উপজেলা প্রকৌশলীকে জানালে তারা তাৎক্ষণিক ওই খোয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে তারা নতুন খোয়া ভেঙ্গে বেইস ঢালাই দেয়।

বৃহস্পতিবার ভবন নির্মানে গ্রেড বিমের নীচে শট কলাম যে পরিমানে ঢালাই দেয়ার কথা ছিল, সে পরিমানে না দিয়ে ৮ ইঞ্চি কম দিয়ে শট কলমের কাজ শেষ করেছে।

তারপর পাঁচফুট সট কলমের উপরের অর্ধেক চার পাশে দেড় ইঞ্চি করে পুনরায় ঢালাই করে সম্পূর্ণ করে, যা সম্পূর্ণ অনিয়ম।

বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে এ কাজের দায়ীত্বশীল সহকারি প্রকৌশলী মল্লীকা রানীকে অবহিত করে। ওই সময় তিনি কাজের স্থানে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সহকারি প্রকৌশলী মল্লীকা রানীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এসব অনিয়মের সত্যতা মিলেছে বলে জানান। এ ভুলটি ঠিকাদারের নির্মান শ্রমিক করেছে। উপজেলার দায়ীত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক ভবন নির্মাণে অনিয়মের কথা স্বীকার করলেও বক্তব্য দিতে নারাজ।

প্রশাসনকে জানালেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুজ্জামান বক্তব্য দিতে চান না।

হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী রেজাউনুজ্জান জানান, বিষয়টি জেনেছি। দুই একদিনের মধ্যে কাজ পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার