Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

করোনায় আরও ১২৪৪ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার

২৩ আগস্ট, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ণ
করোনায় আরও ১২৪৪ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার
নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১২৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ২৩৯ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৫২ হাজার ৩১৫ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৭৮০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ১৫ লাখ ৬১ হাজার ১৮৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৭৪৭ জন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৯০৮ জনের মৃত্যু হয়। ওই ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছিলেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ১৭ হাজার ৮৭৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

এর আগের ২৪ ঘণ্টাতেও সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছিল এশিয়ার দেশটিতে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ হাজার ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১১২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৬০৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৫১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৫৯ জন, ফ্রান্সে ৭৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৫ জন, ইতালিতে ৭৫ জন, ইরানে ৬২ জন, চিলিতে ৩৪ জন এবং ইসরায়েলে ৫৬ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন।

বিপি/এএস

শেয়ার