Top

চট্টগ্রামে তিন থানার নতুন ওসি

২৩ আগস্ট, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
চট্টগ্রামে তিন থানার নতুন ওসি
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে এলেন নতুন মুখ। সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই পুলিশ পরিদর্শকদের ওসি হিসেবে বদলি করা হয়েছে নতুন কর্মস্থলে।

আদেশ অনুযায়ী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমানকে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক আব্দুল করিমকে।

এর আগে গত ১১ আগস্ট চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরের পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি হিসেবে বদলি করা হয়।

অন্যদিকে চকবাজার থানার বিদায়ী ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়।

শেয়ার