Top

রাঙামাটিতে বৈদ্যুতিক শকে কিশোরের মৃত্যু

২৩ আগস্ট, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ
রাঙামাটিতে বৈদ্যুতিক শকে কিশোরের মৃত্যু
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটিতে বৈদ্যুতিক শক লেগে মো. মোকতার (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩আগষ্ট) দুপুরে শহরের তবলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর পেশায় ওয়াইফাই লাইন লাগার শ্রমিক ছিলেন। তিনি শহরের স্বর্ণটিলা এলাকার মো. জমিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার দুপুরে কিশোর মোকতার তবলছড়ি এলাকায় ওয়াইফাই লাইন লাগানোর সময় হঠাৎ করে ৩৩হাজার কেবির লাইনের শক লেগে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

 

শেয়ার