Top

চট্টগ্রামে ৩ কোটির আফিমসহ মাদক কারবারি আটক

২৯ আগস্ট, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ৩ কোটির আফিমসহ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়ায় সাড়ে তিন কেজি ওজনের আফিমসহ সুমন তংচংগ্যা (২৮) নামে মাদক কারবারি সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। উদ্ধারকৃত আফিমের বাজারমূল্য আনুমানিক তিন কোটি ৫৮ লাখ টাকা।

সোমবার (২৯ আগস্ট) দুপরে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক সুমন তংচংগ্যা বান্দরবান সদরের বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে। গত ২৭ আগস্ট উপজেলার কেরানীহাট টু বান্দরবান মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, ‘আটক সুমন তংচংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে তিনি দূর্গম পাহাড়ি অঞ্চল হতে মাদক দ্রব্য (আফিম) সংগ্রহ করেন। এরপর অভিনব পন্থায় দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে।’

তিনি আরও বলেন, ‘গত শনিবার মাদকের একটি চালান পাচার সময়ের সময় র‌্যাবের একটি দল সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকা থেকে ওই মাদক ব্যবসয়ীকে আটক করে। আটকের সময় তার বহন করা একটি পলিথিন ব্যাগ থেকে আফিম উদ্ধার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

শেয়ার