Top

টাঙ্গাইলে গরু ব্যবসায়ী জুলহাস মিয়াকে হত্যার অভিযোগ

৩০ আগস্ট, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে গরু ব্যবসায়ী জুলহাস মিয়াকে হত্যার অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইালের নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি দুর্বৃত্তরা হত্যার পর তার মরদেহ বাড়ীর ডোবায় ফেলে যায়।

মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে জুলহাসের রক্তাক্ত লাশ উদ্বার করে। সোমবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তরপাড়া গ্রামে নৃশংস এ হত্যাকান্ডটি ঘটে। নিহত জুলহাস ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

নিহত জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্ততি নেন। এসময় মোবাইল ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে যান। তারপর আর রাতে বাড়ী ফেরেনি। পরদিন সকালে তার লাশ বাড়ীর পাশের ডোবায় পাওয়া যায়। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমরা প্রাথমিকভারেব ধারণা করছি এটা একটি হত্যাকাণ্ড। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার