Top

মাগুরার মহম্মদপুরে তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্টিত

৩০ আগস্ট, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
মাগুরার মহম্মদপুরে তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্টিত
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি.এম শওকত রেজা বিপ্লব বিকো, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, গুজব, দেশবিরোধী অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। মহিলা সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন।

শেয়ার