Top

চট্টগ্রামে ডায়রিয়া প্রকোপ: একদিনে ১৭৬জন হাসপাতালে ভর্তি

৩১ আগস্ট, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ডায়রিয়া প্রকোপ: একদিনে ১৭৬জন হাসপাতালে ভর্তি
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে গরমের মাত্রা। বাড়ছে পানিবাহিত রোগ। চট্টগ্রামে ডায়রিয়া রোগী কমছেই না। মঙ্গলবার আরও ১৭৬ জন ডায়রিয়া রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জেলার ১৪টি উপজেলায় ১০৮, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৮ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২০ রোগী ভর্তি হয়েছেন। গত আট মাসে জেলার ১৫টি উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‌‘গত ২৪ ঘণ্টায় জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মিরসরাইয়ে চার, সীতাকুণ্ডে ৯, সন্দ্বীপে এক, ফটিকছড়িতে চার, হাটহাজারীতে সাত, রাউজানে ছয়, রাঙ্গুনিয়ায় ৯, বোয়ালখালীতে আট, আনোয়ারায় ও পটিয়ায় ১২ জন করে, বাঁশখালীতে ১৫, চন্দনাইশে ৯, সাতকানিয়ায় সাত ও লোহাগাড়ায় পাঁচ জন নতুন রোগী হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত এক মাসে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৪৯ জন। গত সাত দিনে ভর্তি হয়েছেন ৫৩৫ জন। তবে এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার হাসপাতালগুলোতে কেউ মারা যাননি।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বলেন, ‘হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া রোগীর চিকিৎসায় ১৫টি উপজেলায় ২৮৪টি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্তদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু ডায়রিয়া আক্রান্ত অধিকাংশ রোগী এক-দুই দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন, তাই তেমন সমস্যা হবে না আশা করি। তাছাড়া পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডায়রিয়া ও কলেরা পানিবাহিত রোগ হওয়ায় পানি ফুটিয়ে পান করতে হবে এবং খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। জেলার জনসংখ্যা অনুসারে উপজেলা পর্যায়ে দৈনিক এই সংখ্যক লোক ডায়রিয়ায় আক্রান্ত হওয়াটা স্বাভাবিক।

শেয়ার